রূপালী পর্দার নবাবখ্যাত অভিনেতা প্রবীর মিত্র আর নেই
জানুয়ারি ৬, ২০২৫
বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি
জানুয়ারি ৬, ২০২৫

বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের হিলিতে গত দুই দিন থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে, এর ফলে কমেছে শীতের প্রকোপ।

সোমবার (৬ জানুয়ারি) সকাল বেলায় রোদের দেখা মিলছে। সেই সঙ্গে কেটে যাচ্ছে কুয়াশা। কাজে ফিরছেন শ্রমিকরা। তবে চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আবহাওয়া অফিস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, সোমবার সকাল ৬টায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ এবং গতিবেগ ঘন্টায় ১ কিলোমিটার।

তিনি আরও বলেন, বর্তমানে আবারও হিমালয়ের সম্মুখে একটি ঘুর্ণাবত অর্থাৎ বৃহৎ আকারের জলীয়বাষ্পের বলয় বিরাজ করছে। যেটি একটি প্রাচীরের মতো কাজ করছে এবং উত্তরের হিমেল বাতাসকে আটকে দিয়েছে। উত্তরের বায়ু থমকে যাওয়ায় দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং মেঘের সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আগামী ৮ থেকে ১০ তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোর কিছু কিছু স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরের হিমেল বায়ু আবারও সক্রিয় হতে পারে এবং তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে একটি শৈত্য প্রবাহ বিরাজ করতে পারে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *