নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গোলাম রব্বানী (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গোলাম রব্বানী খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা ও খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় এক এমপির বিরোধ ছিল।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যাটারিচালিত অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, সিগাল পয়েন্টের কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনে তিনি একজন ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখেন। দ্রুত তিনি ওই গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর নিহতের পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, ঘটনার পরপরই পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে। অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে নিহত ব্যক্তি পর্যটক হিসেবে নাকি অন্য কোনো উদ্দেশ্যে কক্সবাজারে এসেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এ হত্যাকাণ্ড সমুদ্র সৈকতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি বড় প্রশ্ন তুলেছে। এলাকাবাসী ও পর্যটকদের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।