নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পেয়েছে ‘জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল’।
শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।
মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।
সেলের বক্তারা জানান, অনুসন্ধানে ঢাকা মেডিকেলের হিমাগারে গণঅভ্যুত্থানে নিহত এখনও ছয়টি অশনাক্ত মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল। সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।
কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।