স্পোর্টস ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের দুই পরিচিত মুখ—সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। সাকিব নানান কারণে মাঠের বাইরে থাকলেও বর্তমানে ২২ গজে আলো ছড়াতে পারছেন না মোস্তাফিজ। তাই আইপিএলের নিলামে দল পায়নি দুজনের কেউই। এবার সে তালিকায় যুক্ত হয়েছে পিএসএলও।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরকে সামনে রেখে লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তবে এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তাদের দলে নেওয়ার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
মূলত, বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের চাহিদা কমেছে। কারণ, বিশ্বসেরা এই অলরাউন্ডার ব্যাটিংয়ে সঙ্গে বোলিংটাও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে চলমান বিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। তার দল ঢাকা ক্যাপিটালস আছে টেবিলের তলানিতে। ৭ ম্যাচ খেলে মোস্তাফিজ শিকার করেছেন মাত্র ৭ উইকেট, যার প্রভাব পড়েছে পিএসএলের ড্রাফটেও।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন রানা। সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার।
আর গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
এ ছাড়াও সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।