শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
জানুয়ারি ১৮, ২০২৫
ইমাম-মুয়াজ্জিনরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
জানুয়ারি ১৮, ২০২৫

হার্ট ব্লকের সাধারণ লক্ষণ এগুলো

স্বাস্থ্য ডেস্ক

আজকাল কম বয়সেই অনেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। জিমে ওয়ার্কআউট করা, খেলা কিংবা নাচার সময়ও অনেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অনেকসময় হাসপাতালে নেওয়ার পথে রোগীর মৃত্যু হয়।

কোনো ব্যক্তির যদি হার্টে ব্লকেজ থাকে তাহলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই সময়মতো এটি শনাক্ত করা জরুরি। হার্ট ব্লক হয়ে শরীরে কিছু লক্ষণ দেখা দেয়। এসব লক্ষণ সম্পর্কে চলুন জেনে নিই-

বুকে অস্বস্তি

হৃদরোগের ঝুঁকির সবচেয়ে সাধারণ লক্ষণ এটি। যদি ধমনী অবরুদ্ধ কিংবা হার্ট অ্যাটাক হয় তাহলে বুকে ব্যথা, টান বা চাপ অনুভব করতে পারেন। এই অনুভূতি সাধারণত কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়। বিশ্রামের সময় কিংবা কোনো কাজ করার সময়—উভয়ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে। যদিও রিপোর্ট অনুযায়ী বুকে ব্যথা ছাড়াও হার্টের সমস্যা হতে পারে।
মাথা ঘোরা অনুভব

ব্লকের কারণে হার্টের ভারসাম্য নষ্ট হতে পারে। যার কারণে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে পারেন। অন্যান্য কারণেও এমনটা অনুভূত হতে পারে। হঠাৎ অস্থির লাগলে, মাথা ঘুরালে, শ্বাস নিয়ে অসুবিধা হলে সতর্ক হোন।

বমি বমি ভাব, বদহজম, অম্বল বা পেটে ব্যথা

কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব, বদহজম, অম্বল বা পেটে ব্যথার মতো উপসর্গগুলো হার্ট অ্যাটাকের আগাম বার্তা দেয়। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যায়।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *