বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
ফেব্রুয়ারি ৩, ২০২৫
আজ রাত ১০টা পর্যন্ত তিতুমীরের শিক্ষার্থীদের ব্যারিকেড কর্মসূচি
ফেব্রুয়ারি ৩, ২০২৫

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: নিহত ২

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দি‌কে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে বাসের পেছনে ধাক্কা লেগে আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্থ হয়।
প্রাইভেটকার চালক মো. আরাফাত হোসেনের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ‘সকা‌লে পিকআপ, বাস এবং একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় বাসের ধাক্কায় সামনে থাকা পিকআপটি ছিটকে সড়কে পরে যায়। এরপর পেছনে থাকা প্রাইভেটকারটি বাসের পেছনে গিয়ে ধাক্কা লাগে। প্রাইভেটকার তেমন ক্ষতিগ্রস্থ না হলেও পিকআপের দুইজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ এবং পিকআপটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *