মহাখালীতে ট্রেন আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা
ফেব্রুয়ারি ৩, ২০২৫
১১ দাবি নিয়ে মতিঝিলের রাস্তায় শেয়ারবাজারে বিনিয়োগকারীরা
ফেব্রুয়ারি ৩, ২০২৫

ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ সোমবার বিকেলে কমলাপুর থেকে ছেড়ে আসা দুটি ট্রেন মহাখালী পর্যন্ত গিয়ে আটকা পড়ে। শিক্ষার্থীরা লাইন অবরোধ করায় বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করার পর শিক্ষার্থীরা আজ মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন।

আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের শান্ত থেকে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বললেও তারা তা মানছেন না।

সরেজমিন দেখা যায়, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে লাইনের ওপর শুয়ে রয়েছেন।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের মুখে উল্টোপথে ফিরে গেছে উপকূল এক্সপ্রেস।

ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে অনুযায়ী আমরা ফিরে যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরা উপকূল এক্সপ্রেস আটকে দিয়েছে। এখন ট্রেন চলাচল বন্ধ আছে। শুধুমাত্র পদ্মা সেতু হয়ে রুট ও নারায়ণগঞ্জের লাইনটি ক্লিয়ার আছে। তবে সন্ধ্যা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই।

তিনি বলেন, শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধের ফলে দেশের অধিকাংশ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। বেশিরভাগ ট্রেন এই রুট দিয়ে চলাচল করে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *