হৃদয় ঝড়ে চিটাগংকে উড়িয়ে ফাইনালে বরিশাল
ফেব্রুয়ারি ৪, ২০২৫

রাজধানীতে আওয়ামী লীগ নেতা রাজিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আলম রাজিবকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, সারোয়ার আলম রাজিব ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক। তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। দুপুরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

জানা যায়, জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে অবৈধ অস্ত্র নিয়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাহিনীর সঙ্গে মোহাম্মদপুর এলাকায় মহড়া দিতেন। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পুত্র ও সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকের একজন তল্পিবাহক হিসেবে প্রভাব বিস্তারে সক্রিয়তা ছিল রাজিবেব।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *