এবার পপিকে নিয়ে মুখ খুললেন ওমর সানী
ফেব্রুয়ারি ৯, ২০২৫
সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ফেব্রুয়ারি ৯, ২০২৫

মেসি ফিরলেন গোলে, মায়ামির বিশাল জয়

স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রের লিগ এখন পর্যন্ত শুরু হয়নি। চলছে প্রীতি ম্যাচের ব্যস্ততা। চলতি ফেব্রুয়ারি মাসের শেষদিকে শুরু হবে মেজর লিগ সকার (এমএলএস)। তবে এরইমাঝে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, নতুন আরও একটা মৌসুমে নিজেকে উজাড় করে দিতে পুরোপুরি প্রস্তুত তিনি। প্রাক মৌসুমে আর্জেন্টাইন এই মহাতারকা আবারও পেয়েছেন গোলের দেখা। সঙ্গে করিয়েছেন আরও দুই গোল।

 

মেসির ম্যাজিক শো-তে প্রাক মৌসুমের ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। মেসির পাশাপাশি এদিন গোল পেয়েছেন ফেদেরিকো রডোনডো, নোয়াহ অ্যালেন, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর।

উত্তর হন্ডুরাসে এদিন ম্যাচ শুরুর সময় ছিল স্থানীয় সময় রাত আটটা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় আঘাত হানল ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। এমন পরিস্থিতির মাঝেও নির্ধারিত সময়ে শুরু হয় এই ম্যাচ।

২৭ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে মেসির কাছ থেকে। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান সুয়ারেজ। বল পাস করে দেন মেসির কাছে। এরপর বল খুব সহজেই জড়িয়েছেন প্রতিপক্ষের জালে। প্রথমার্ধের বাকি সময়ে রডোনডো এবং নোয়াহ অ্যালেনের গোলে সহায়তা করেন লিওনেল মেসি।
য়ার্ধের দশ মিনিটের মাঝে স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। বেঞ্জামিন ক্রেমাশ্চির বাড়ানো পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। আর ৭৯ মিনিয়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠোকেন সেইলর।

এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *