নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন যুবক মোহাম্মদ কাসেম খান (২০) মারা গেছেন। বুধবার বেলা ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
কাশেম গাজীপুরের গাছা থানার দক্ষিণ কমলেশ্বর এলাকার মৃত হাজী জামালের ছেলে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ‘মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর একদল লোক এসে বাড়িটি ঘিরে ফেলেন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাসেমও ছিলেন।
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৩৯ জনের নামে মামলাগাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৩৯ জনের নামে মামলা
গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, হামলার খবর শুনে প্রতিহত করতে গিয়েছিলেন তারা। এ সময় তাদের ওপর হামলা হয়।
কাসেমকে হাসপাতালে নিয়ে আসা রাসেল বলেন, গত শুক্রবার থেকে কাসেম আইসিইউতে চিকিৎসাধীন ছিল। দুপুরে সে মারা যায়। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ফারুক বলেন, ‘নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’