শেখ মুজিবের নামে লাখ ডলারের আন্তর্জাতিক শান্তি পদক বাতিল
মার্চ ৪, ২০২৫
শহীদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনা সদস্যরা
মার্চ ৪, ২০২৫

নতুন শিক্ষা উপদেষ্টা কে এই সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল সি আর আবরার।

মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল (বুধবার) নতুন উপদেষ্টা প্রফেসর সি আর আবরার শপথ নেবেন। এদিন বেলা ১১টায় তিনি শপথ গ্রহণ করবেন।

অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি।

সি আর আবরার পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি তিনি মানবাধিকার ইস্যুতে বরাবরই উচ্চকণ্ঠ। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক, রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক পরিসরে কাজ করেছেন তিনি। এই অধ্যাপক নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর অভিন্ন অবস্থানের কঠোর সমালোচনাও করেছেন।

সি আর আবরার আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধেও সরব ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ ও গণমাধ্যমের আগ্রাসী ভূমিকারও তিনি সমালোচনা করেন।

তার লেখা দেশ-বিদেশের বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে প্রকাশ হয়েছে। ওয়েস্ট ভিউ প্রেস, ম্যাকমিলান ইন্ডিয়া, আর্থস্ক্যানের বিভিন্ন সংকলনে সি আর আবরারের নিবন্ধ প্রকাশিত হয়েছে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *