জীবনে বেঁচে আছি
তোমার দয়াতেই বেঁচে আছি
হাজারো কষ্ট সয়ে শত সহস্র দুঃখ বয়ে
দিন ও রাতের ঝড় ঝঞ্ঝাটে ক্ষয়ে ক্ষয়ে
বেঁচে আছি অক্লান্ত সংগ্রামের সাক্ষী হয়ে।
নিরব রাতের কান্না হয়ে
সন্ধ্যাতারার সুখ ছুঁয়ে
বেঁচে আছি তিমির রাত্রির বুকে ঝাড়বাতির বন্যা হয়ে।
চিরদিন অবহেলার পাত্র হয়ে
অনাদরে যাপিত জীবনের খেদ বয়ে
বেঁচে আছি বিমুগ্ধ, বিস্মৃত জীবনের গল্প হয়ে ।
রোদের বুকে তৃষ্ণার্ত কাক হয়ে
অপমান জর্জরিত মনের বন্দিশিবিরে ঘৃণা বয়ে
বেঁচে আছি ক্ষমার মহত্ব দিয়ে অনন্ত জীবনের স্বাদ নিয়ে।