স্টাফ রিপোর্টার:
অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এই তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ার পর আরও কৃত্রিম সংকট দেখিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকারের উচ্চ পর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দেখতে বলা হয়।
এবিষয়ে শনিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলেও জানান ওসি।
সিটিনিউজ সেভেন ডটকম//আর//