চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর থেকে ছিনতাই হওয়া ১৮ টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকসহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। গতকাল শুক্রবার (৩ জুন) ছিনতাই হওয়া সয়াবিন নোয়াখালী মাইজদী এলাকা থেকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছেন, বরিশাল জেলার মুলাদির থেকে ১৮ টন সয়াবিন নৌপথে চাঁদপুর আসার পর ট্রান্সপোর্টের মাধ্যমে একটি ট্রাকের লোড করে লক্ষ্মীপুর বিসিকে পাঠানো হয়। ট্রাকচালক ও হেলপার সেই মাল বিসিকে না নিয়ে মাইজদীর জনৈক এক ব্যবসায়ীর কাছে চার লাখ টাকায় বিক্রি করেন। মাল বিক্রির টাকা নিতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা ৩ জনকে আটক করে পুলিশকে খবর দেয়।
চাঁদপুর থেকে ছিনতাই হওয়া মালের সন্ধান পাওয়ার পরই মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া মাল উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে।
চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ জানিয়েছেন, এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সিটিনিউজ সেভেন ডটকম//আর//