আন্তর্জাতিক ডেস্ক:
ভূমিকম্প নিয়ে মানুষকে সতর্ক করতে বাংলাদেশে অ্যানড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম ফিচার চালু করেছে গুগল। অ্যানড্রয়েড স্মার্টফোনের সেন্সর ও অ্যাকসেলেরোমিটার ব্যবহার করে ভূকম্পনসংক্রান্ত বিভিন্ন বিষয় শনাক্ত করতে কাজ করবে ফিচারটি।
এটি ব্যবহার করে গুগল সার্চের মাধ্যমে ভূমিকম্পসংক্রান্ত ‘নিয়ার ইনস্ট্যান্ট ইনফরমেশন’ পাওয়া যাবে। সরাসরি অ্যানড্রয়েড মোবাইল ডিভাইস থেকে ভূমিকম্প সম্পর্কিত আগাম সতর্কবার্তাও পাবে ব্যবহারকারীরা।
এ ফিচার ব্যবহার করে গুগলে ‘আর্থকুয়েক’ অথবা ‘আর্থকুয়েক নিয়ার মি’ লিখে সার্চ করলে ভূমিকম্পসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য মিলবে। একই সঙ্গে ভূমিকম্পের পর করণীয় বিষয়গুলো সম্পর্কেও বিভিন্ন তথ্য পাওয়া যাবে। ভূমিকম্পের ভয়াবহতা ও তীব্রতার ওপর নির্ভর করে মোবাইল ডিভাইসে বি অ্যাওয়্যার (৪.৫ মাত্রার কম) ও টেক অ্যাকশন (৪.৫ মাত্রার বেশি) নামের দুটি ভিন্ন ধরনের সতর্কবার্তা প্রদর্শন করা হবে।
অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম ফিচারটি নিউজিল্যান্ড ও গ্রিসে প্রথমবারের মতো চালু করা হয়। ২০২০ সালের আগস্টে ফিচারটি চালু হওয়ার পর হাজারও মানুষ ফিচারটির সুবিধা উপভোগ করেছে।
সিটিনিউজ সেভেন ডটকম//আর//