যাত্রাবাড়ীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে রাশিদা আক্তার ডলি (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মাতুয়াইল লতিফ ভূঁইয়া কলেজের পাশে একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ডলি পটুয়াখালী জেলার আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি তার স্বামী মিঠু মিয়ার সঙ্গে মাতুয়াইলে বসবাস করতেন।

ডলির বোন পলি আক্তার গণমাধ্যমকে জানান, তার বোন একটি প্রতিষ্ঠান থেকে তিন লাখ টাকা লোন নিয়ে তার বাবাকে দেন। ওই প্রতিষ্ঠান থেকে টাকার জন্য চাপ দেওয়া হয়। অভিমানে নিজ ঘরে ফাঁস দেন ডলি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
আগস্ট ৩, ২০২২
বিচারকদের আরও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
আগস্ট ৩, ২০২২