স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের শিবচরে পদ্মাসেতুর অ্যাপ্রোচ সড়ক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মৃত নারীর নাম মালঞ্চ বেগম (৪০)। মঙ্গলবার ভোরে মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, মালঞ্চ বেগম উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী। রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার ভোরে সড়কের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা ৯৯৯-এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কোন পরিবহন বা গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় এসে লাশ শনাক্ত করেন।
সিটিনিউজ সেভেন ডটকম//আর//