সুন্দরীদের বাছাই করে কু-প্রস্তাব, ছাত্রলীগ নেত্রীর ভয়াবহ অভিযোগ
সেপ্টেম্বর ২৫, ২০২২
ইডেন ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
সেপ্টেম্বর ২৫, ২০২২

ধর্ষণ মামলায় কুমিল্লার ছাত্রলীগ নেতা অনিক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় (১৭) বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিককে ( ৩৫) শনিবার দুপুরে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।র‌্যাব-১৫ এর সূত্র মতে জানা যায়- আবু কাউছার অনিকের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ এনে কিশোরী বাদী হয়ে অনিকসহ চার জনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

অনিক কুমিল্লা দেবীদ্বার উপজেলার নূরপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে। অপর আসামীরা হলেন- জেলার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আরব আলী ( ২৭)। চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে জিলানী ( ৩৮)। দেবীদ্বার উপজেলার নূরপুর গ্রামের মনু মিয়ার ছেলে শাহজাহান মিয়া ( ৪০)।

জানা যায়, শনিবার দুপুরে র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান চালিয়ে ভিআইপি আবাসিক হোটেল সোনা বাংলা থেকে অনিককে গ্রেপ্তার করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল খাইরুল আলম অনিককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে। আমাদের কিছু কাজ আছে কাজগুলি গুছিয়ে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানাব।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *