স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় মাছের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
রোববার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় একটি দুই টনের ট্রাকে (সিলেট মেট্রো ১১-১৭০৬) তল্লাশি চালিয়ে গাঁজাসহ চলককে আটক করে। ট্রাকটি কুমিল্লা থেকে আসছিলো।
এ সময় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৭) গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে, ট্রাকে তল্লাশি করে ট্রাকে থাকা মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। আটক ট্রাকচালকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিটিনিউজ সেভেন ডটকম//আর//