শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করেছে আওয়ামী লীগ

leag

স্টাফ রিপোর্টার:
দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অভিযুক্তরা নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করায় এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী করা, দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক নেতাকর্মী ক্ষমা চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া অন্যরাও কৃতকর্মের কথা স্বীকার করে আবেদন করলে ক্ষমা পেতে পারেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ দিকে আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের বাজেট কমানোর সিদ্ধান্ত হয়েছে। ৩০ লাখ টাকা কমিয়ে ৩ কোটি ১৩ লাখ টাকা করা হয়েছে।

একইসঙ্গে কাউন্সিলের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্জেন্টিনা-ফ্রান্স: এক নজরে পরিসংখ্যান
ডিসেম্বর ১৮, ২০২২
বিএনপির ৫ নেতাকে ডিভিশন দিতে নির্দেশ
ডিসেম্বর ১৮, ২০২২