হাজিদের ওপর সব বিধিনিষেধ তুলে দিল সৌদি আরব
জানুয়ারি ১০, ২০২৩
ব্রাজিলের কোচ হচ্ছেন জিদান
জানুয়ারি ১০, ২০২৩

ডিবির বিশেষ অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ৫

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৫০৫ পিচ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৯ জানুয়ারি) রাতে জেলার মধুখালী ও বোয়ালমারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ওই পাঁচ ব্যাক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন, জেলার বোয়ালমারী উপজেলার গুনবাহ এলাকার আ: মান্নান শেখের ছেলে মনির শেখ (৪৫) ও একই গ্রামের আমজেদ মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা (৩৫) এবং একই উপজেলার দূর্গাপুর এলাকার মোতালেব ফকিরের ছেলে ইমরুল ফকির (৩৮)। এসময় তাদের কাছে থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, জেলার মধুখালী উপজেলার মেছেরদিয়া এলাকা থেকে আদম আলী খানের ছেলে মো. রমজান খান (৪৩) ও একই উপজেলার বনমালিদিয়া গ্রামের মোঃ ইদ্রিস মোল্লার ছেলে মো: মুরাদ হোসেন মোল্লা (৩৮)। এসময় তাদের কাছে থেকে ৫’শ ৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বোয়ালমারী ও মধুখালী থানায় পৃথক মাদক মামলা পক্রিয়াধীন রয়েছে।

সিটিনিউজসেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *