দেশে মানবাধিকার লঙ্ঘন শুরু করেন জিয়াউর রহমান : তথ্যমন্ত্রী
জানুয়ারি ৩০, ২০২৩
বরগুনায় ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
জানুয়ারি ৩০, ২০২৩

খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্সের চাপায় স্কুলছাত্রী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
সোমবার উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসাপ্রু মারমা (৭) মানিকছড়ির দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে। তিনি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা শিশুকে তাৎক্ষণিক উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনার পর অ্যাম্বুলেন্সসহ চালক পালিয়ে যায়। মরদেহের সুরতহাল করে অভিভাবকের সম্মতিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

সিটিনিউজ সেভেন ডটকম//আর//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *