রাজধানীতে বাসাভাড়ার টাকা দিতে গিয়ে নির্যাতনের শিকার নারী
আগস্ট ৪, ২০২৩
ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩০
আগস্ট ৪, ২০২৩

ফোনে একই সঙ্গে দুটি মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
পরিবারের সদস্য ও পরিচিতজনদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগের জন্য অনেকেই একাধিক মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে একটি স্মার্টফোনে দুটি অ্যাকাউন্টের সব বার্তা সময়মতো দেখা যায় না। ফলে একই ফোনে মেসেঞ্জার ব্যবহার করা ঝামেলাপূর্ণ। তবে এসব ঝামেলা এড়িয়ে একই স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপের দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

 

স্মার্টফোনে একই সঙ্গে দুটি মেসেঞ্জার অ্যাকাউন্ট চালুর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের সেটিংস থেকে অ্যাডভান্সড অপশনে ক্লিক করতে হবে। এরপর ডুয়াল মেসেঞ্জার অপশন নির্বাচন করে পরবর্তী পেজে থাকা মেসেঞ্জার আইকনের টগল চালু করতে হবে। টগলটি চালুর পর মেসেঞ্জারের কপি অ্যাপ ডাউনলোডের বার্তা পপআপ আকারে দেখা যাবে।

এবার বার্তার নিচে ইনস্টল বাটনে ট্যাপ করলেই মেসেঞ্জারের কপি অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। কপি অ্যাপটিতে অন্য অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশ করে মেসেঞ্জার ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, কপি হিসেবে ডাউনলোড হওয়া মেসেঞ্জার অ্যাপটি ফেসবুকেরই তৈরি। শুধু তাই নয়, এটি মেসেঞ্জার অ্যাপের হালকা বা লাইট সংস্করণও নয়। ফলে অ্যাপটি ব্যবহার করে মেসেঞ্জার অ্যাপের সব সুবিধাই পাওয়া যাবে। শুধু তাই নয়, মেসেঞ্জার ও মেসেঞ্জারের কপি অ্যাপ আলাদাভাবে চালু বা বন্ধের সুযোগ থাকায় ইচ্ছেমতো অ্যাকাউন্ট পরিবর্তন করা যায়।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *