স্পোর্টস ডেস্ক:
বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি তারকা জুটি শোয়েব-মালিক ও সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। কিছুদিন পরপরই গুঞ্জন ওঠে দুই তারকার বিচ্ছেদের। কিন্তু সেটি জল্পনা-কল্পনা পর্যন্তই স্থায়ী হয়। দু-তিন দিনের আলোচনা-গুঞ্জন শেষে ফের আগের সম্পর্কে দেখা যায় তাদের।
সম্প্রতি আবার নতুন মোড় নিলো দুজনের শীতল সম্পর্কে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সানিয়া মির্জার নাম মুছে দিলেন শোয়েব মালিক।
এতদিন ধরে শোয়েবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে লেখা ছিল, ‘হাসব্যান্ড টু এ সুপারওম্যান সানিয়া মির্জা’ (অসাধারণ নারী সানিয়ার মির্জার স্বামী)। কিন্তু সেটি তিনি মুছে দিয়েছেন দিন দুয়েক আগে।
বর্তমানে তারকা এই ক্রিকেটারের বায়োতে লেখা, ‘ফাদার টু ওয়ান ট্রু ব্লেসিং’ (সত্যিকারের আশীর্বাদধন্য এক বাবা)। আর এটিই রীতিমতো দুজনের বিচ্ছেদের গুঞ্জনের আগুনকে উসকে দিয়েছে।
তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি এই জুটির পক্ষ থেকে। পাশাপাশি বিষয়টি একান্তই তাদের ব্যক্তিগত বলে জানানো হয়েছে সানিয়া মির্জার পরিবারের পক্ষ থেকে।
কিছুদিন আগে ইনস্টাগ্রাম থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন সানিয়া। ধারণা করা হচ্ছে সেই ঘটনার জের ধরেই এমনটা করেছেন শোয়েব।
//এস//