সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শনিবার ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কৃকৃতরা হলেন- শহীদুল্লা হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, সহসভাপতি শিকদার সাজ্জাদ হোসেন তুষার এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম নয়ন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই তিনজনকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।