দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ থেকে পড়ে আমিনা খাতুন (৮০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমিনা খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি শেখ ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গত ৫ সেপ্টেম্বর আমিনা খাতুনকে হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রোগী আমিনা খাতুনকে তার বেডে খুজে পাওয়া যাচ্ছে না। তার সাথে থাকা বড় ছেলের বউ মোশরেবা খাতুন রাতেই তার স্বামীকে বিষয়টি অবগত করেন। পরে সকাল ৮টার দিকে আমিনা খাতুনের মরদেহ হাসপাতালের নীচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরেদেহ উদ্ধার করে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
//এস//