নাটোর প্রতিনিধি
নাটোরে শহরে যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।
সোমবার সন্ধ্যায় শহরের রেজিস্ট্রি অফিসের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দৃর্বত্তরা। আহত নাজমুল শেখ বাপ্পী নাটোর জেলা ট্র্যাক, ট্যাংক, লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর যুবলীগের সদস্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পী নাটোর রেজিস্ট্রি অফিসে একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৫/৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় বাপ্পীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বাপ্পীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।
//এস//