নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগর বিজ্ঞান প্রযুক্তি ভবনের আট তলা থেকে পড়ে মোহাম্মদ মিনহাজ( ২০)বছর বয়সি এক যুবক নিহত হয়েছে।
শনিবার( ২৫ নভেম্বর) সন্ধ্যা সারে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পরে তার সহকর্মীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত পৌনে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু কাজী আমজাদ হোসেন আবির তিনি জানান। আজ সন্ধ্যার দিকে শেরেবাংলা নগর বিজ্ঞান ও -প্রযুক্তি ভবনের আটতলায় জানালার পর্দার অ্যাঙ্গেল ফিটিং করার সময় অসাবধানতা বসত আটতলা থেকে সে নিচে পড়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরেবাংলা নগর নিউরো সায়েন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার বন্ধু ওয়েস্টার্ন ব্লাইন্স লি: ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করে, তাদের কাজের জন্য বিজ্ঞান প্রযুক্তি ভবনে আজ জানালার পর্দা ফিটিংস এর জন্য মিনহাজ কাজে যায় এরপরেই এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানার জগন্নাথপুর সোনাপুর গ্রামের নুর নবীর ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরেদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরী বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।
//এস//