নির্বাচন পর্যবেক্ষণে ৩০ দেশের ১১৭ নাগরিককে অনুমোদন
জানুয়ারি ৬, ২০২৪
প্রতিটি নাশকতায় বিএনপি জড়িত: আওয়ামী লীগ
জানুয়ারি ৬, ২০২৪

চট্টগ্রাম ও ময়মনসিংহে গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ও ময়মনসিংহে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

চট্টগ্রামের সিএন্ডবি এলাকার ইউসেপ স্কুলের সামনে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হলে তা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ময়মনসিংহ শহরের গরুর খোয়ার মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে তার আগেই পুড়ে যায় গাড়িটি।

পুলিশ জানায়, প্রাইভেটকারটিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। নতুন বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী সৈয়দ দিদারুল আলম ফারুককে বহন করে নিয়ে যাচ্ছেলেন চালক মো. আমান উল্লাহ। একদল দুর্বৃত্ত চলন্ত প্রাইভেটকারটিতে হামলা চালিয়ে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় মালিক দিদার ও গাড়ির চালক আমান উল্লাহ দ্রুত গাড়ি থেকে নেমে যান। তাদের চোখের সামনে পুড়ে যায় প্রাইভেটকারটি। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাইভেটকার মালিক সৈয়দ দিদারুল আলম ফারুক জানান, ১০-১১ জনের একটি দল দৌড়ে এসে প্রাইভেট কারে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গেছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্রাইভেটকারে আগুন দেয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *