গুলশানে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
মার্চ ২৩, ২০২৪
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দিন ঘোষণা
মার্চ ২৩, ২০২৪

মেঘনায় ট্রলারডুবি : দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুর ১টার সময় এসব মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে তাদেরকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সবশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা ৬। তাদের উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল।

এর আগে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারের ধাক্কা লেগে ডুবে গেলে গতকাল বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ৮জন নিখোঁজ ছিল। শনিবার সকাল সোয়া ৮টার দিকে আমাদের ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌ-থানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *