সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা
মে ৬, ২০২৪
কিশোরীকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনিতে দুই যুবক নিহত
মে ৬, ২০২৪

কাঁচা আমের মজার ৩ আচার

লাইফস্টাইল ডেস্ক
কাঁচা আমের মরসুম চলছে। লবণ-মরিচ দিয়ে টক-মিষ্টি স্বাদের আম খাচ্ছেন অনেকেই। আচারপ্রেমীরা আবার বছরজুড়ে কীভাবে কাঁচা আমের স্বাদ পাওয়া যায় সেই ফন্দি আঁটছেন। আম দিয়ে হরেক পদের আচার তৈরি করা যায়। এমনই মজার তিনটি আচারের রেসিপি আজ জেনে নিন-

আম-পেঁয়াজের ঝুরি আচার

উপকরণ

কাঁচা আমের ঝুরি- এক কাপ
পেঁয়াজ কুচি- এক কাপ
জিরা গুঁড়া- দুই চা চামচ
কালোজিরা গুঁড়া- আধা চা চামচ
সরষে গুঁড়া- এক টেবিল চামচ
মরিচ গুঁড়া- দুই চা চামচ
সরিষার তেল- আধা কাপ
লবণ- পরিমাণ মতো

প্রণালি

আমের ঝুরি আর পেঁয়াজের কুচি আলাদাভাবে একদিন রোদে ভালোভাবে শুঁকিয়ে নিন। তারপরের দিন বাকিসব উপকরণ দিয়ে, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে বোতলে ভরে কয়েক দিন রোদে দিতে হবে।

আমের নোনতা আচার

উপকরণ

আমের টুকরো- ৪ কাপ
লবণ- ২ চামচ
কালোজিরা গুঁড়া- ১ চা-চামচ
শুকনা মরিচ- ৩টা
মৌরি গুঁড়া- আধা চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
পাঁচফোড়ন- ১ চা চামচ
সরষের তেল- ২ কাপ

প্রণালি

আমের খোসা ফেলে লম্বা টুকরো করে লবণ পানিতে ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে এতে হলুদ ও প্রয়োজনমতো লবণ মেখে কড়া রোদে কয়েক ঘণ্টা রাখুন। মৌরি গুঁড়া ও কালোজিরার গুঁড়া দিয়ে আবার রোদে দিন।

শুকনা নরম আম বোতলে ঢুকিয়ে নিন। গরম তেলে পাঁচফোড়ন ভেজে তেল ও পাঁচফোড়ন আমের বোতলে ঢেলে দিন। কয়েক দিন বোতলের মুখে পাতলা কাপড়ে বেঁধে রোদে রাখুন।

খোসাসহ আমের আচার

উপকরণ

আম- ১০টা
সরষে বাটা- ২ চামচ
পাঁচফোড়ন বাটা- ১ চামচ
সিরকা- আধা কাপ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া-১ চা চামচ
লবণ- স্বাদমতো
চিনি- ১ কাপ
তেজপাতা- ২টা
শুকনা মরিচ- ৩টা
সরষের তেল- ১ কাপ

প্রণালি

আম খোসাসহ টুকরো করে হলুদ ও লবণ মাখিয়ে ৮-১০ ঘণ্টা রোদে দিন। এবার হলুদ, মরিচ, সরষে, পাঁচফোড়ন ও অর্ধেক সিরকা আমের সঙ্গে মিশিয়ে আবার রোদে দিন।

শুকিয়ে এলে বাকি সিরকা, চিনি, তেজপাতা ও শুকনা মরিচ দিয়ে বোতলে ঢুকিয়ে রোদে দিন। তেল ভালোভাবে গরম করে ঠান্ডা হলে আচারের বোতলে ঢেলে কয়েক সপ্তাহ রোদে রাখুন।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *