হজের প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি
অক্টোবর ১৩, ২০২৪
আন্দোলনে আহত ৩০ জন পেলেন ৩০ লাখ টাকা
অক্টোবর ১৩, ২০২৪

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কিশোর নিহত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া।

নিহত অপু পাল (১২) জেলার কালিহাতি উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

এ বিষয়ে ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বিভিন্ন নৌকা নিয়ে জড়ো হন সনাতন ধর্মালম্বীরা। একপর্যায়ে আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার দিকে নৌকার গতি বেশি থাকার ফলে দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে অপুসহ কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *