মাশরাফিসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলা
ডিসেম্বর ১০, ২০২৪
পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে শেখ হাসিনা: সারজিস
ডিসেম্বর ১০, ২০২৪

ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে এনবিআরের অভিযান

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কিশোরগঞ্জের মিঠামইনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে দুই ঘণ্টা ডিবি হারুনের রিসোর্টে অভিযান চালায় দলটি। তারা রিসোর্টের বিভিন্ন কক্ষসহ আশপাশে তল্লাশি চালায়।

জানা গেছে, অভিযানে রিসোর্ট থেকে ৪টি কম্পিউটারের হার্ডডিস্ক ও বেশকিছু নথিপত্র জব্দ করা হয়েছে। এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে অভিযানে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

এ প্রসঙ্গে অভিযানে চাঁদ সুলতানা চৌধুরানী বলেন, সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে এবং তদন্ত শেষে রিপোর্ট দাখিলের পর বিস্তারিত জানা যাবে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *