পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে শেখ হাসিনা: সারজিস
ডিসেম্বর ১০, ২০২৪
গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
ডিসেম্বর ১০, ২০২৪

সাম্প্রদায়িক সহিংসতার ৮৮ মামলায় গ্রেপ্তার ৭০

নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দেশে মোট ৮৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব।

তিনি জানান, সাম্প্রদায়িক হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘২২ অক্টোবরের পরের ঘটনাগুলোর আপডেট শিগগির দেওয়া হবে,’ যোগ করেন শফিকুল আলম।

এ সময় তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রেস সচিব বলেন, মার্কেট ঊর্ধ্বগতির কারণে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ভোজ্যতেলের মূল্য নির্ধারণের পাশাপাশি ভোক্তা স্বার্থরক্ষায় কঠোরভাবে পুরো বিষয়টির নজরদারি করা হচ্ছে।

শফিকুল আলম বলেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা ব্রাজিল ও মালয়েশিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ ছাড়া ভোক্তাদের যাতে অসুবিধা না হয় এবং বাজারের চাহিদা ও জোগান ঠিক থাকে সেভাবে নজরদারি চলছে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *