জীবনের কালবেলা
কতশত অবহেলা!
দুঃসহ যন্ত্রণা ও স্মৃতির মোড়কে
নির্মোহ সত্যের বিষাদ পেয়ালা ।
তবুও আমি প্রতিদিন হাঁটি
একটু একটু করে জীবন যুদ্ধে এগিয়ে
আমারই চিরচেনা আমলনামা ঘাটি ।
ভাবি চারিদিকে বিষাদসিন্ধুর গর্জন
জীবনের রঙ্গমঞ্চে কত নাটক ও মাতামাতি
রেশারেশি, ছটফটানি আর অবান্তর কথা কাটাকাটি ।
কিন্তু ভাবিনি আমরা
কালকে দিনশেষে হবো
সাড়ে তিনহাত মাটি ।