চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ
ডিসেম্বর ২৩, ২০২৪
ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান
ডিসেম্বর ২৩, ২০২৪

সরে দাঁড়ালেন বাঁধন, মুখ খুলতে নারাজ

নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন।

চলতি বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মাণে নারীকেন্দ্রিক একটি গল্পে কাজ করার কথা ছিল তার। তবে হুট করেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন বাঁধন। বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী।

এদিকে, সিনেমায় না থাকার বিষয়ে বাঁধন বলেন, আমি এখন আর সেই ছবিটির সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু এখন আর বলতে চাই না।

বাঁধন বিস্তারিত না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, একটি সিনেমায় বেশকিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়।সেটাসহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না।

বছর দশেক আগে সিনেমাটির কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জাড়িয়ে আছে তাই কাজটি শেষ করতে চান তিনি।

লামিয়ার কথায়, মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেড়ি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশাকরি নতুন বছরে সুসংবাদ দিতে পারব।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *