নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ‘নতুন সংবিধান নির্বাচিত সংসদের মাধ্যমেই হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের মানুষ জুলাই প্রোক্লেমেশন চায়, নতুন সংবিধান চায়, সংস্কার চায় উল্লেখ করে আখতার বলেন, ‘জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে সরকার রাজি হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিজয়।’
তিনি বলেন, ‘নতুন সংবিধান নির্বাচিত সংসদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন।’
একই সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। আপনারা কী অ্যাকশন নিচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে গণহত্যার বিচার চাই, নাগরিকের নিরাপত্তা চাই।’
তিনি আরও বলেন, ‘সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রাখবে। কিন্তু কোনো দেশ যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুযোগে মাথায় উঠে যায় আমরা তাদের মাটিতে ফেলতে বিন্দুমাত্র ভাবব না।’