আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্ধ্যার পরেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, নিহত ১
ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সাজেকের আগুনে পুড়লো রিসোর্ট, কটেজসহ ৬০ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাজেক ভ্যালিতে পানির সংকট ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরআগে দুপুর ১টার দিকে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে এলেও সাজেক ভ্যালির ৫০-৬০টির মতো স্থাপনা পুড়ে গেছে। এরমধ্যে রয়েছে রিসোর্ট, কটেজ, বসতঘর, দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘সাজেক ভ্যালির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কটেজ, রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ ৫০-৬০টির মতো স্থাপনা পুড়ে গেছে।’

১৬৭ নম্বর রুইলুই মৌজার হেডম্যান লাল থাঙ্গা লুসাই বলেন, আগুনের ঘটনায় আমার বসতবাড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। ঠিক কতগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানতে পারিনি।

রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, যতটুকু জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সেটি পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *