নাহিদের নেতৃত্বে নতুন দলে যারা থাকছেন 
ফেব্রুয়ারি ২৭, ২০২৫

পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল গণতান্ত্রিক ছাত্র সংসদ

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার বলেন, আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা সম্ভব না। ইউনিটভিত্তিক কমিটি প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। সারাদেশে কমিটি ঘোষণা করতে প্রায় ছয় মাস সময় লেগে যাবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো ক্যাম্পাসে লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি চায় না। আমাদের এই ছাত্র সংগঠনটি কখনই লেজুরবৃত্তি করবে না। এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে।

গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে আবু বাকের মজুমদার বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *