সাড়ে তিন ঘণ্টা পর অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত: র‌্যাব
ডিসেম্বর ১৯, ২০২৪

নেটওয়ার্ক সমস্যায় ডিএসইর লেনদেন সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নেটওয়ার্কজনিত সমস্যার কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাময়িকভাবে বন্ধ আছে। সমস্যা সমাধানে কাজ করছে ডিএসইর আইটি টিম।

নির্ধারিত সময় অনুযায়ী রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে, বিনিয়োগকারীরা সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন করা যাচ্ছে না।

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার সঙ্গে জড়িত থাকা এক কর্মকর্তা বলেন, শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে, বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে, শিগগিরই লেনদেন শুরু হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি জানান, এটি সফটওয়্যারগত কোনো সমস্যা নয়। সম্ভবত ইন্টারনেট সংযোগে সমস্যা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *