ছাড়পোকা মারতে গ্যাস ট্যাবলেট, কামরাঙ্গীরচরে দুজনের মৃত্যু
জানুয়ারি ৫, ২০২৫
বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি
জানুয়ারি ৫, ২০২৫

৯ জানুয়ারি থেকে ঢাকায় শীত বাড়বে

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় তীব্র কুয়াশা আর শীত অনুভূত হচ্ছিল বেশ কয়েকদিন। এরই মধ্যে শনিবার উঁকি দেয় সূর্য, আজও রৌদের দেখা মেলায় বেড়েছে তাপমাত্রা। আগামী ৯ জানুয়ারি থেকে ঢাকায় আবারও শীতের তীব্রতা বাড়বে।

রোববার (৫ জানুয়ারি) আবহাওয়াবিদ আবদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, পৌষের শেষে ঢাকায় যে উষ্ণতা অনুভূত হচ্ছে, সেই দশা আরও দুই-তিন দিন থাকবে। আগামী আগামী ৮ তারিখ পর্যন্ত ঢাকায় দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। এরপর আগামী ৯ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।

শৈত্যপ্রবাহ নিয়ে আবদুর রহমান বলেন, ‘আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী ৯ জানুয়ারির পর দেশের দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।’

শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস; পরদিন সকালে তা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *