নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে তলব করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দুদক মহাপরিচালক বলেন, দুর্নীতির অভিযোগ থাকায় শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে। তবে তারা হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে দুদকের নামে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। সাতজনকে আসামি করে পল্টন থানায় মামলাও করা হয়েছে বলে জানান মহাপরিচালক।
এ ছাড়া আলোচিত ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী, ছেলে এবং মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল এবং চট্টগ্রাম-১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
উল্লেখ্য, আওয়ামী লীগ আমলের ১৫ বছরে গুমের অভিযোগে আজ সোমবার শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।