স্পোর্টস ডেস্ক
বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল করেছেন সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর বল করতে পারবেন না তিনি। সেইসঙ্গে সাবেক এই বিশ্বসেরাকে এক বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে।