নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর চানখারপুলে গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ১ জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল হাজির করতে এবং ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন।