ফের ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা
জানুয়ারি ১৪, ২০২৫
অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশন চলছে
জানুয়ারি ১৪, ২০২৫

নিহত লেফটেন্যান্ট তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের কাছে পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসনের একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১৩ জানুয়ারি) সেনাসদরে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির জন্য জড়ো হয় ডাকাতরা। সেই সংবাদ পেয়ে তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী ও পুলিশের দল। সেখান থেকে একজন ডাকাতকে আটক করেন তানজিম। এরপর আটক ডাকাতকে ছিনিয়ে নিতে অন্য ডাকাতরা এসে তানজিমকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরে সেনা ও পুলিশ সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করে। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *