স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের মাঠে নামার আগে দারুণ ছন্দেই আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংলিশ মেয়েদের হারিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে সুমাইয়া আক্তারের দল।
বুধবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে সুপার ওভারে ২ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের যে কোনো পর্যায়ের ক্রিকেটে এটিই বাংলাদেশের প্রথম জয়।
টসে জিতে ব্যাটিং করা ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। এই রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের ১ রান দরকার ছিল। হাতে উইকেটও ছিল একটি। তবে শেষ বলে রান-আউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে।
সুপার ওভারে সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের সৌজন্যে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। পুরো ওভারে দারুণ বোলিং করা হাবিবার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। ২ রানের জয় পায় বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব ১৯ দল এর আগে তাদের বিপক্ষে খেলেওনি।
১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।