বাম চোখে সমস্যা, শিশুর ডান চোখ অপারেশন করলেন চিকিৎসক
জানুয়ারি ১৫, ২০২৫
যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩০
জানুয়ারি ১৬, ২০২৫

পুতুল ও সিদ্দিক পরিবারের ৫ জনের বিরুদ্ধে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক :
শেখ হাসিনার খুব কাছের সিদ্দিক পরিবার। এবার সেই পরিবারের বিরুদ্ধে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও অনুসন্ধান চালাবে সংস্থাটি।

বুধবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

সিদ্দিক পরিবার হচ্ছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামীর দিককার পরিবার। এই পরিবারের সদস্য শেখ রেহানার দেবর তারিক সিদ্দিক। তিনি দীর্ঘ ২০ বছর শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন। সর্বশেষ তাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে ছিলেন শেখ হাসিনা।

এই তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক।

তিনি জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানিলন্ডারিংসহ দেশে-বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সায়মা ওয়াজেদ পুতুলের প্রসঙ্গে দুদক মহাপরিচালক জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ প্রসঙ্গে। শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে অনৈতিকতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর বাইরেও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ ঘুষ বাণিজ্য এবং নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *