ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: ড. ইউনূস
জানুয়ারি ১৬, ২০২৫
ঘোষণাপত্র তৈরিতে ঐক্যমতে পৌঁছেছে দলগুলো: আইন উপদেষ্টা
জানুয়ারি ১৬, ২০২৫

জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে ন্যস্ত রাখার জন্য ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে ২০২৩ সালে একটি আইন করে বিগত আওয়ামী লীগ সরকার। ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ শীর্ষক ওই আইনে প্রজ্ঞাপন জারি করে এনআইডি কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সেই মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে।

এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই উপদেষ্টারাসহ সুশীল সমাজ ও দেশের সাধারণ মানুষ ২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনটি বাতিল করার দাবি জানিয়ে আসছেন।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) আইনটি বাতিল চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবের কাছে চিঠি দেয় ইসি। আজ (বৃহস্পতিবার) আইনটি বাতিল হলো।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *