যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলো ইসরায়েল, কী আছে এই চুক্তিতে
জানুয়ারি ১৮, ২০২৫
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের বৈঠক
জানুয়ারি ১৮, ২০২৫

তিন দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বিপিএল

স্পোর্টস ডেস্ক
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। পুরুষদের টুর্নামেন্টটির ১১তম আসর চলমান। এর মাঝেই সুখবর পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের বিপিএল।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা নামবে ছেলেদের বিপিএলের। এরপরই মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। যেখানে অংশ গ্রহণ করবে তিনটি দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে।

ফাহিম বলেন, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব। তিনটা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে।

সাধারণত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চারজন করে বিদেশি ক্রিকেটার খেলানো হয়। কিন্তু মেয়েদের বিপিএলের প্রতিটি দল একজন করে বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবেন বলে জানিয়েছেন এই বিসিবি পরিচালক।

ফাহিমের ভাষ্য, একজন বিদেশি খেলোয়াড় সব দলে খেলতে পারবে। দেশি খেলোয়াড় নিবন্ধিত হবে ১৫ জন করে। বিদেশিদেরটা ওপেন রেখেছি। তবে মাঠে নামতে পারবে একজন করে। দুটি কারণ আছে। একটা কারণ আর্থিক। চারজন বিদেশি নিতে গেলে যে আর্থিক চাপটা পড়বে এই মুহূর্তে দলগুলো সেটা নিতে চাচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে আমাদের নিজেদের খেলোয়াড়দের সুযোগটা দিতে চাই।

মেয়েদের বিপিএলের মেয়াদ নিয়ে তিনি বলেন, ৮ থেকে ৯ দিনের মধ্যে এটা শেষ হবে। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। তারা আগ্রহও দেখিয়েছে। আমরা আশা করছি এটা মেয়েদের ক্রিকেটকে আর একটা পর্যায়ে উন্নীত করতে পারবে।

মাত্র তিন দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এই পরিচালক বলেন, একটা মানসম্পন্ন টুর্নামেন্ট করতে যে মানের ক্রিকেটার দরকার, আমার মনে হয় না এর চেয়ে বেশি দল করলে সেটা হতে পারত। চার দল নিয়েও করার কথা ভাবা হয়েছিল। তবে আমরা মনে করেছি তিনটা দল নিয়ে করতে পারলে খুব প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *