আন্তর্জাতিক ডেস্ক
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তবে এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ তদারক অনুবিভাগের তিন সিনিয়র কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের গঠনের দায়িত্বে থাকা এজেন্সি রিভিউ টিম এই নির্দেশনা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগের নির্দেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন ডেরেক হোগান, মার্শা বার্নিকাট ও অ্যালাইনা টেপলিটজ।
বহু বছর ধরে এই তিন কর্মকর্তাই ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত এক মার্কিন কর্মকর্তা বলেন, এটি খারাপ পরিস্থিতির সূচনা করবে বলে উদ্বেগ রয়েছে। যে তিনজন কূটনীতিকের নাম উল্লেখ করা হয়েছে তারা ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান প্রশাসনের অধীনে কাজ করেছেন। প্রেসিডেন্ট যখন অফিস ত্যাগ করেন তখন কূটনীতিকরা সাধারণত পদত্যাগ করেন না, তারা নিজ পদে বহাল থাকেন। তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারজুড়ে ট্রাম্পের এই গুরুতর পদক্ষেপ আমলাতান্ত্রিক স্তরে সরকারকে মৌলিকভাবে পরিবর্তন করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা যেতে পারে।
তবে এক প্রশ্নের জবাবে ট্রাম্পের টিম রয়টার্সকে জানিয়েছে, সময় এসেছে এমন কর্মকর্তাদের সন্ধান করা যারা সম্পূর্ণরূপে আমাদের জাতি এবং আমেরিকার কর্মজীবী পুরুষ ও নারীদের অগ্রাধিকার দিয়ে কাজ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেবে। আমাদের অনেক ব্যর্থতা রয়েছে। তাই নিজেদের লক্ষ্যগুলোতে ফোকাস করতে একটি শক্তিশালী টিমের প্রয়োজন। যারা প্রতিশ্রুতি পালনে বদ্ধ পরিকর।